আইএস-এর যুদ্ধ কার স্বার্থ সাধনের লক্ষ্যে?
পশ্চিমা পর্যবেক্ষকরা অবশেষে প্রেসিডেন্ট বারাক ওবামার দু’টো সাফল্য খুঁজে পেয়েছেন। নিউইয়র্ক টাইমসে নিবন্ধ লেখক মোরীন ডওড গত জুনে প্রেসিডেন্ট ওবামাকে একজন ব্যর্থ প্রেসিডেন্ট আখ্যা দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যে ও অন্যত্র মাথা তুলে দাঁড়ানো বিশাল চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় ওবামার নিষ্ক্রীয়তায় তিনি তখন সমলোচনা করেছিলেন। কিন্তু ইদানিং সেই সমালোচক ওবামার সাহসী পদক্ষেপের প্রশংসায় নেমেছেন। ওবামার সাহসী পদক্ষেপ দু’টো হচ্ছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সম্পাদন এবং ছয় দশকের বিরোধ মিটিয়ে কিউবার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি। উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির ইসরাইল বিরোধিতা করেছে এবং মার্কিনের মিত্র আরব দেশগুলোও চুক্তিতে তাদের উদ্বেগ ব্যক্ত করেছে। শাসন মেয়াদের শেষদিকে এসে ইরান ও কিউবার সঙ্গে বিরোধ নিরসনে এবং দেশে স্বাস্থ্যসেবা খাতে ও প্রমিলাদের অধিকার প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ওবামার সাফল্যের কীর্তন যারা গাইছেন তাদের অন্যেরা মনে করিয়ে দিতে চান যে, ফিলিস্তিনী জনগণের সঙ্গে ওবামা আগাগোড়া প্রতারণা করে এসেছেন এবং সিরিয়া সংকটে তার দোদুল্যমানতার জন্যই সেখানে হাজারো-লাখো মানুষকে প্রাণ হারাতে...