Posts

Showing posts from November, 2022

সাততেতৈয়া মহিলা হেফজ মাদ্রাসা

  আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় সাততেতৈয়া গ্রামের দীর্ঘদিনের প্রাণের দাবী সাততেতৈয়া মহিলা হেফজ মাদ্রাসা জায়গা পরির্দশন ও কন্ডিশনসহ ডিজাইন করার নিমিত্তে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান বুয়েটে ইঞ্জিনিয়ার আসবে। আপনি ও গ্রামের সবাই উপস্থিতি একান্ত কাম্য। আমাদের গ্রামের বহু দিনের আশার আলো, যুগের বাস্তব চাহিদা মেটাতে একটি মহিলা হেফজ মাদ্রাসা খুব দরকার। তার জন্য সবাই থাকিয়ে আছে। সম্ভবত ৭ ই অক্টোবর আমাদের অনুষ্ঠানের দিনে বুয়েটের একজন আর্কিটেক ইঞ্জিনিয়ারকে দাওয়াত করছি, উনি আসতে পারেন। উনি আমাদের হেফজ মাদ্রাসার জন্য একটা ৫ তলা কন্ডিশন এর নকশা ডিজাইন দিবেন আশা করি। এই জন্য সবার উপস্থিতি ও দোয়া চাই। প্রকৌশলী জায়গা পরিদর্শন ও পরিমাপ / নকশা প্রদানের পর নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সময়ে মাদরাসার কাজ শুরু হবে। দ্বীনের পথে দান করতে আগ্রহী দাতারা ইহকাল ও পরকালকে রঙিন করার উদ্দেশ্য আন্তরিক হাতটুকু সাধ্য অনুযায়ী বাড়িয়ে দিলে মাদরাসা নির্মাণের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু ও শেষ করা অতীব সহজতর হবে। এই মাদরাসা হলে মেয়েরা শুদ্ধ রূপ...