অযোধ্যায় জানুয়ারিতে প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে সুপ্রিমকোর্টের দেয়া রায়ে বিতর্ক রয়েই গেছে। এর মধ্যেই করোনা মাথায় নিয়ে ধুমধাম করে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। এবার প্রকাশ করা হলো প্রস্তাবিত মসজিদের ‘ব্লু-প্রিন্ট’। তাতে মসজিদের পাশাপাশি প্রস্তাবিত মাল্টি স্পেশালিটি হাসপাতালের নকশাও তুলে ধরা হয়েছে। আর একঝলকেই তা নজর কেড়েছে সবার। খবর এনডিটিভি ও আনন্দবাজারের। অযোধ্যায় মসজিদ তৈরির দায়িত্বে থাকা দেশটির সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) শনিবার মসজিদ চত্বরের নকশা প্রকাশ করে। তাতে দেখা যায়, ঐতিহ্য মেনে মসজিদের মাথায় বিশালাকার গম্বুজ থাকলেও তা আদ্যোপান্ত পাশ্চাত্য স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে। মসজিদের মূল ভবনটিও আধুনিক স্থাপত্যেরই নিদর্শন। মসজিদ চত্বরে থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। গত বছর অযোধ্যা মামলার রায়ে সুপ্রিমকোর্ট অযোধ্যার ওই বিতর্কিত জায়গায় রামমন্দির নির্মাণে সায় দেয়ার পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য অন্যত্র পাঁচ একর জমির বন্দোবস্ত করতে নির্দেশ দেয়া হয়। সেই হিসাবে কাজ এগোতে শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে মহাসমারোহে মন...