হযরত শেখ ফরিদ গঞ্জেশকর (রহ)
বা রো আউলিয়ার পুণ্য এবং ধন্য ভূমি চট্টগ্রাম। এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয় পীর, আউলিয়া, ফকির ও দরবেশদের বদৌলতে। চট্টগ্রামে আগত পীর আউলিয়া ফকির দরবেশদের মধ্যে হযরত শেখ ফরিদ গঞ্জেশকর (রহ) অন্যতম। চট্টগ্রামে তার আগমন সম্পর্কে সঠিক তথ্য জানা না গেলেও ধারণা করা হয়, ১২০০ খৃষ্টাব্দের পরে যে কোন সময় তিনি চট্টগ্রামে আগমন করেন। হযরত শেখ ফরিদ গঞ্জেশকর (রহ) এর মা-বাবা দু’জনই আল্লাহর অলী ছিলেন। উত্তর ভারতের পাকপত্তন নামক স্থানে ৫৮২ হিজরীতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে তাঁর বাবাকে হারান। পুণ্যাত্মা মা তাঁকে লেখাপড়া করানো এবং ধর্মে অনুরক্ত করার ব্যাপারে তত্পর ছিলেন। ছেলে যাতে পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করে সেজন্য তাঁর মা জায়নামাজের নীচে চিনির পুরিয়া রেখে দিতেন। বালক শেখ ফরিদ চিনির লোভে এক ওয়াক্ত নামাজও কাযা করতেন না। একদিন তাঁর মা ভুলবশত জায়নামাজের নীচে চিনির পুরিয়া রাখতে ভুলে যান। তাঁর মা তাঁকে নামাজ আদায় করেছে কিনা জানতে চাইলে তিনি উত্তরে বলেন “আমি যথাসময়ে নামাজ আদায় করেছি এবং জায়নামাজের নীচে চিনির পুরিয়া পেয়েছি।” ছেলের হাতে চিনির পুরিয়া দেখে তাঁর মা অবাক হয়ে যান এবং বুঝতে পারেন ...