Posts

সম্মিলিত মুনাজাত করার দলিল

Image
দলিল ১ হযরত সালমান (রাঃ) বলেন , নবী কারীম সল্লাল্লাহু ‘ আলাইহী ওয়া সাল্লাম ইরশাদ করেন , কোন জামাআত কিছু প্রার্থনা করার জন্য আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় তাদের প্রার্থিত বস্তু তাদের হাতে তুলে দেয়া। — তাবারানী কাবীরঃ ৬/২৫৪ হাঃ নং ৬১৪২ দলিল ২ হযরত হাবীব ইবনে মাসলামা (রাঃ) বর্ণনা করেন , রাসূলে পাক সল্লাল্লাহু ‘ আলাইহী ওয়া সাল্লাম ইরশাদ করেছেন “ যদি কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে এভাবে দু ’ আ করে যে , তাদের একজন দু ’ আ করতে থাকে , আর অপররা ‘ আমীন ’ ‘ আমীন ’ বলতে থাকে , তবে আল্লাহ তা ’ আলা তাদের দু ’ আ অবশ্যই কবুল করে থাকেন। ’ — তালখীসুয যাহাবী , ৩ঃ৩৪৭ পৃঃ , মুস্তাদ্‌রাকে হাকেমঃ হাঃ নং ৫৪৭৮ দলিল ৩ হযরত ছাওবান (রাঃ) হতে বর্ণিত , রাসূলে খোদা সল্লাল্লাহু ‘ আলাইহী ওয়া সাল্লাম বলেন , " কোন ব্যক্তি লোকদের ইমাম হয়ে এমন হবে না যে , সে তাদেরকে বাদ দিয়ে দু ’ আতে কেবল নিজেকেই নির্দিষ্ট করে। যদি এরূপ করে , তবে সে তাদের সহিত বিশ্বাসঘাতকতা করল।" — তিরমিযী শরীফঃ ১ঃ৮২ হাঃ নং ৩৫৭ সন্মিলিত