Posts

হায়াতুন নাবী (ﷺ) | সমস্ত নবী (আঃ) কবরে জিবীত

Image
আস্সালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রীয় পাঠক আজ আকিদা বিষয়ক একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব যা হল,”হায়াতুন নবী ( ﷺ )” বা ”জিন্দা নাবী ( ﷺ )” আমরা সকলে জানি আমাদের নবী হজরত মোহাম্মাদ ( ﷺ ) ও সমস্ত নবী (আঃ)   ইন্তেকাল করেছেন । তবে   সমস্ত নবীগণ (আঃ) কবরে জিন্দা ও আমাদের নবীকে ”হায়াতুন নবী ( ﷺ )” কেন বলা হয় এই বিষয়টি সঠিক ভাবে জানব । ”হায়াতুন নবী ( ﷺ )” সম্পর্কে সঠিক ব্যাখ্যা জানতে নিম্নের সম্পূর্ণ পোষ্টটি পড়ুন ।   নিম্নের সম্পূর্ণ পোষ্টটি পড়ার পর    ”হায়াতুন নবী ( ﷺ )” সম্পর্কে আপনার ধারনা পরিস্কার হবে ।   ইন শা অল্লাহ । আমরা সকলে জানি যাহারা আল্লাহর রাস্তায় মৃত্যু বরণ করেন তাদের শহিদ বলা হয় । তাদের শাহাদাতের পর জানাজা পড়ে দাফন করা হয় । পরিবারের মানুষ ও সঙ্গী সাথীরা বলেন সে মৃত্যু বরণ করেছেন বা শাহাদত বরন করেছেন বা সে আর জীবিত নেই । মানুষ তাদের মৃত্যু বলে । অথচ আল্লাহ তায়ালা বলেন “   আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পার না।” (সুরা আল-বাকারাহ-আয়াত ১৫