Posts

আইএস এর পেছনে আসলে কে?

Image
২০১৪ সাল থেকে শুরু করে ইরাক ও সিরিয়ায় আইএস যে নৃশংসতা ও তাণ্ডবলীলা চালিয়েছে তার সঙ্গে শুধু মধ্যযুগে পোপ তৃতীয় ইনোসেন্ট ১২০৯ খ্রিস্টাব্দে দক্ষিণ ফ্রান্সের তথাকথিত ধর্মদ্রোহী ক্যথারদের ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন তারই তুলনা হতে পারে। তবে আইএস এতোটা উন্মত্ত হয়ে ওঠার অনেক আগেই অন্তত একজন মানুষ এই জঙ্গি সংগঠনটির কোমর ভেঙে দিতে পারতেন। আর তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ২০১৪ সালের ২ সেপ্টেম্বর মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফকে হত্যার আগ পর্যন্ত ওবামার টনক নড়েনি। অথচ সেই ২০০৬ সালে জঙ্গি সংগঠনটির জন্মকাল থেকেই এর অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল ছিল মার্কিন প্রশাসন। কিন্তু এ ব্যাপারে তারা বিভ্রান্ত ছিল। আসলে আইএসকে এভাবে বেড়ে উঠতে দেওয়ার পেছনে মার্কিন প্রশাসনেরও পরোক্ষ মদদ ছিল। ২০০৪ সালে আবু মুসাব আল জারকাওয়ি ইরাকে আল কায়েদার শাখা আল কায়েদা ইন ইরাক (একিউআই) প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে তার নেতৃত্বেই একিউআই ইরাকের শিয়াদের বিরুদ্ধে একটি সাম্প্রদায়িক যুদ্ধ বাধানোর চেষ্টা করে। ২০০৬ সালের ৭ জুন আবু মুসাব আল জারকাওয়ি মার্কিন বিমান হামলায় নিহত হন।