Posts

হজে প্রথমবারের মতো দায়িত্বে সৌদি নারী সেনা

Image
  হাজিদের নিরাপত্তায় নিয়োজিত নারী সেনা। মক্কা, সৌদি আরব, ২০ জুলাই।  ছবি: রয়টার্স সৌদি নারী মোনা কাজ করেন দেশটির নিরাপত্তা বাহিনীতে। এবারের হজের সময় তিনি হাজিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন। কাজ করেছেন পবিত্র শহর মক্কায়। মোনা একাই নন, এবারের হজে হাজিদের নিরাপত্তার দায়িত্বে ছিল সৌদি আরবের নারী সেনাদের একটি দল। এবারই প্রথম হাজিদের নিরাপত্তায় মক্কা ও মদিনায় নারী সেনাদের নিয়োগ দিয়েছিল সৌদি সরকার। গত এপ্রিল থেকে দেশটিতে নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন নারী সেনারা।   খাকি রঙের সামরিক পোশাকের সঙ্গে লম্বা ঝুলের জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার পরে পালা করে হাজিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন নারী সেনারা। মোনা বলেন, ‘আমার বাবাও সেনাবাহিনীতে ছিলেন। তিনি মারা গেছেন। সেনাসদস্য হতে তিনি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি তাঁর পদাঙ্ক অনুসরণ করে পবিত্র এই জায়গায় দায়িত্ব পালন করেছি। হাজিদের জন্য কাজ করতে পারাটা খুবই সম্মানের।’ মোনার মতো হাজিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন সৌদি আরবের আরেক নারী সেনা সামার। তিনি পবিত্র কাবাঘরের পাশে দায়িত্বে ছিলেন। মনোবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। এরপর যোগ দিয়ে...

আফগানিস্তানের প্রায় অর্ধেক জেলাকেন্দ্র তালেবানের

Image
    আফগান তালেবান ইতিমধ্যে অনেক জেলা ও সীমান্ত–ক্রসিং দখল করে নিয়েছে।  ফাইল ছবি: রয়টার্স আফগানিস্তানের প্রায় অর্ধেক জেলাকেন্দ্র এখন তালেবান নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল গতকাল বুধবার এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির যে দ্রুত অবনতি ঘটছে, সে কথার ইঙ্গিত দিচ্ছে মার্কিন শীর্ষ জেনারেলের এই স্বীকারোক্তি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে এলাকা দখলের তৎপরতা বাড়িয়ে দেয় তালেবান। ইতিমধ্যে তারা অনেক জেলা ও সীমান্ত–ক্রসিং দখল করে নিয়েছে। তালেবানের তাড়া খেয়ে দেশ ছেড়ে সহস্রাধিক আফগান সেনার পালিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ কারণে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলার বলেন, আফগানিস্তানের ৪১৯টি জেলাকেন্দ্রের মধ্যে ২০০টির বেশি এখন তালেবানের নিয়ন্ত্রণে। গত মাসেই মার্ক মিলার বলেছিলেন, আফগানিস্তানের ৮১টি জেলাকেন্দ্র নিয়ন্ত্রণ করছে তালেবান। মাত্র এক মাসের ব্যবধানে তালেবান দেশটির অ...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশি

Image
  চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে আট শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে।  ফাইল ছবি: রয়টার্স ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট গতকাল বুধবার জানায়, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ছাড়া তিউনিসিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ৩৮০ জনের বেশি অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে। রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোঙ্গি স্লিম বলেন, ‘১৭ জন বাঙালি মারা গেছেন। ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এই অভিবাসীরা নৌকায় করে লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন।’ রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, জুয়ারা লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত। সেখান থেকে নৌকা অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার চেষ্টা করে। তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা অভিবাসীদের মধ্যে সিরিয়া, মিসর, সুদান, মালি ও বাংলাদেশের নাগরিকেরা ছিলেন বলে জানা...

ইসরায়েলি গুপ্তচরকে আটক

Image
  লেবাননে আটক করা হয়েছে ইসরায়েলের এক গুপ্তচরকে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় লেবানন। যাতে বলা হয়, সন্দেহভাজন হিসেবে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রাখা হয়েছে তাকে। পরে তাকে আটক করে লেবাননের নিরাপত্তা বাহিনী। দেশটির বেকা অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যাক্তি জিজ্ঞাসাবাদে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছে বলে জানায় লেবানন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ বলছে, আটক ব্যক্তির পুরো নাম প্রকাশ করা হয়নি। তবে সংক্ষেপে তার নাম এম ওয়াই বলে জানানো হয়। বিবৃতিতে লেবানন আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গুপ্তচরবৃত্তিতে নিজের জড়িত হবার প্রক্রিয়া ব্যাখ্যা করেছে। ২০১৯ সালের শুরুতে ওই ব্যাক্তি ইসরায়েলের নিরাপত্তা বিভাগে ইমেইল পাঠিয়ে নিজেই সহযোগিতা করার প্রস্তাব দেয়। এরপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ইসরায়েল তাকে অর্থের বিনিময়ে তথ্য সরবরাহের প্রস্তাব দেয়। পরে এই ব্যক্তি ইসরায়েলের কাছে লেবাবনের গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে শুরু করে। এর আগে গত বছরও লেবাননের নিরাপত্তা বাহিনী কিনদা আল খাতিব নামের এক ব্যক্তিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে...

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি কিনা

Image
  ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপির সংসদ সদস্য নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক কিনা তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ বিষয়ে নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেন কংগ্রেসের একজন সিনিয়র নেতা ও আসামের সাংসদ রিপুন বোরা। যাতে দাবি জানানো হয়, প্রামাণিক মিথ্যা হলফনামা দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করেছেন কি না - তার জন্ম কোচবিহারে না কি বাংলাদেশের গাইবান্ধায় তার সঠিক তদন্ত করা দরকার। সম্প্রতি নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভায় দায়ীত্ব গ্রহণ করেন নিশীথ প্রামাণিক। এদিকে এ দাবিকে সমর্থন করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। তারা বলছে, একজন বাংলাদেশিকে মন্ত্রিসভার সদস্য করা হয়ে থাকলে মোদি সরকার দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছে। যদিও তৃণমূলের এই বক্তব্য সরাসরি নাকচ করেছে বিজেপি। তাদের দাবি নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে আদালতে যেতে পারেন যে কেউ। মাত্র পঁয়ত্রিশ বছর বয়সী এই বিজেপি নেতা মন্ত্রিসভার একজন তরুণ মুখ। শুধু তাই নয় প্রথমবার মন্ত্রী হয়েই তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা অমিত শাহ-র ডেপুটির দায়িত্ব। মাত্র দুবছর আগে বিজেপিত...

ইসরায়েলের ‘পেগাসাসের’ ফাঁদে

Image
   ইসরায়েল তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করছে বিশ্বের কর্তৃত্ববাদী সরকারগুলো। যার মাধ্যমে তারা আড়িপাতে নিজ দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে। রোববার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র ইসরায়েলের এই ভয়ঙ্কর হ্যাকিংয়ের ঘটনাটি ফাঁস করে। যাতে বলা হয়, কর্তৃত্ববাদী সরকারগুলো এই হ্যাকিং সফটওয়্যারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটালি হ্যাক করছে। এর মাধ্যমে পাওয়া তথ্যগুলো সরকারগুলো ব্যবহার করছে নিজেদের সুবিধার্থে। হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করা দেশগুলো হলো, আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, মরোক্কো, রুয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাব পরিচালনাকারী ক্লডিও গুয়ারনিয়েরি বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, যদি কোনো স্মার্টফোনে পেগাসাস সফটওয়্যারটি প্রবেশ করানো যায়, তবে এনএসওর গ্রাহক পুরো ফোনটির দখল পেয়ে যায়। এতে ফোনের মালিকের মেসেজ, কল, ছবি, ইমেইল সবই দেখতে পাবে। পড়তে পারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের বার্তাগুলো। এমনকি গোপনে ক্যামেরা কিংবা মাইক্রোফোন চালুও করতে প...

যাবজ্জীবন’ ৩০ বছর: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Image
ফাইল ছবি যাবজ্জীবন কারাদণ্ডের প্রাথমিক অর্থ ৩০ বছর কারাদণ্ড। সে ক্ষেত্রে একজন আসামি রেয়াতের সব সুবিধা পাবেন। ‘আমৃত্যু’ না থাকলে ৩০ বছর যাবজ্জীবন কারাবাস করতে হবে বলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়েছে। দেশের কোনো আদালত, ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি রায়ে উল্লেখ করেন, যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাদণ্ড। সে ক্ষেত্রে আসামির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৫ জুলাই) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গত বছরের ১ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতের ভিত্তিতে রিভিউ আবেদনটি নিষ্পত্তি করে এ রায় দেন। ওই রায়ের কপিতে বিচারকদের স্বাক্ষরের পর আজ ১২০ পৃষ্ঠার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। ওইদিন ঘোষিত রায়ে বলা হয়, প্রাথমিক অর্থে যাবজ্জীবন কারাবাস মানে কোনো দণ্ডিতের বাকি জীবন। ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির এ সংক্রান্ত বিধানগুলো একসঙ...