রুটি বিক্রির অর্থ দিয়ে মস’জিদ নির্মাণ করলো তুর্কি
তু’রস্কের বুরসা প্রদেশের একটি বি’ধ্বস্ত মসজিদ পুননির্মাণ কাজে রুটি বিক্রি করে বি’শাল অংকের সহায়তায় এগিয়ে এসেছেন স্থানীয় নারীরা। মস’জিদটির পুননির্মাণে আ’নুমানিক এক লাখ ৮১ হা’জার ডলার ব্যয় হয়। তু’রস্কের পশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশের ওরহানলি অ’ঞ্চলের বাসকো গ্রামের একটি পুরোনো মস’জিদ ক্ষ’তিগ্র’স্ত হয়। তাই গ্রামবাসী মসজিদ পুন’সংস্কারের উদ্যোগ নেন। তখন গ্রা’মের নারীরাও নি’র্মাণকাজে বিশাল অংকের আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসেন। আ’র্থিক অ’নুদান নিশ্চিত করতে একাধারে দুই বছর ওই না’রীরা রুটি বিক্রি করতেন। সপ্তাহে একদিন বা দুইদিন দো’কানে এসে তাঁরা রুটি বিক্রি করতেন। পুরো স’ময়ের জমানো অর্থ তাঁরা মসজিদ নির্মাণ’কাজে অনু’দান হিসেবে ব্যয় করেন। গ্রামের প্রধান হাসান আ’কার জানান যে, গ্রামের মসজিদ সং’স্কারে’র কাজ তাঁরা দুই বছর আগে শুরু করেছে। এমনকি মস’জিদের অধিকাংশ এখন শেষ। এখন পর্যন্ত আ’মাদের সাড়ে ১০ লাখ তুর্কি লিরা অর্থ ব্যয় হয়েছে। হাসান আ’কার আরও জা’নান, এ সময় গ্রামের কিছু নারী রুটি তৈরি করে বিক্র’য়লব্ধ অর্থ মসজিদের জন্য দান করে। প’রিশ্রমের মাধ্যমে ম’সজিদ সং’স্কারের স’হায়তায় তাঁরা এগিয়ে আসেন। স্থানীয়র...