ভা'রতের পাগলকে জো'র করে বাংলাদেশে পুশইনের চেষ্টা
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ভা'রতীয় এক পাগল ব্যক্তিকে জো'র করে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে বিএসএফ। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় শুক্রবার রাতে রামগড়-সাব্রুম সীমান্তে চরম উত্তে'জনার বিরাজ করে। উভ'য় দেশ সীমান্তে অ'তিরিক্ত সৈন্য মোতায়েন করে। স্থানীয়রা জানান, ভা'রতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেদেশের এক পাগল ব্যক্তিকে (৪০) রামগড় সীমান্তের থা'নাঘাট এলাকা দিয়ে জো'রপূর্বক ফেনীনদী পার করে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। নদীর তীরবর্তী বাসিন্দারা বিষয়টি বিজিবিকে জানানোর পর তারা এসে বিএসএফকে বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে বিএসএফ জো'রপূর্বক ওই পাগলকে পুশইন করার চেষ্টা করলে বিজিবি কঠোরভাবে তা প্রতিরোধ করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তে'জনা দেখা দেয়। এক পর্যায়ে উভ'য় সীমান্তে অ'তিরিক্ত সৈন্য মোতায়েন করে দুপক্ষ। সীমান্তের উত্তে'জনাকর পরিস্থিতির কারণে নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। রামগড়ের দারোপাড়ার ফেনীনদীর তীরবর্তী বাসিন্দা কাউসার হোসেন জানান, একদল বিএসএফ সাব্রুমের স্থান...