আইএসের উত্থান এবং বিশ্ব তেলবাণিজ্য
প্রবন্ধটির শিরোনামেই আমি দুটি বিষয়ের কথা উল্লেখ করেছি। একটি আইএস সংক্রান্ত এবং অপরটি তেলের বাজার বিষয়ক। একটি রাজনৈতিক অপরটি অর্থনৈতিক। আইএসের উত্থান নিয়ে বিশ^জুড়ে যেমন চলছে নানা আলোচনা, ঠিক তেমনি বিশ^বাজারে তেলের অব্যাহত দরপতন নিয়েও চলছে নানা ধরনের পর্যালোচনা। আইএসের উত্থানের কারণে অনেক দেশের রাষ্ট্রীয় ঐক্য যেমন ভেঙে পড়েছে, ঠিক তেমনি তেলের অব্যাহত দরপতনে অনেক দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। রাজনীতিবিদরা আইএস নিয়ে ব্যস্ত আর অর্থনীতিবিদরা তেল নিয়ে ব্যস্ত। কিন্তু কারো তৎপরতাই কোনো কাজে আসছে না। আইএসের উত্থান যেমন হচ্ছে, ঠিক তেমনি তেলের দরপতনও হচ্ছেই। বিষয় দুটি যেন একসূত্রে গাঁথা। মূলত বিষয়টা সেরকমই। রাজনীতি এবং অর্থনীতির মাঝে যেমন একটি যোগসূত্র আছে, ঠিক তেমনি আইএসের উত্থানের সাথে তেলের মূল্য পতনের একটি যোগসূত্র আছে। সুতরাং বিষয় দুটি নিয়ে একটি পর্যালোচনা করা যাক। প্রথমেই আইএসের বিষয়টি আলোচনা করা যাক। আইএস মানে হচ্ছে ইসলামিক স্টেট। দলটির নাম দেখেই বুঝা যায়, তারা সবাই মুসলমান এবং ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। দলটির অনুসারীরা তাদের দখলকৃত অঞ্চলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ...