জাকির নায়েকের কয়েকটি স্থানে ভুল ধারণা রয়েছে
মাত্র ৩মিনিটে বাহাসে হেরেগেল জাকির নায়েক, শ্রীলংকা ১। ওয়াসীলা বিষয়ে, ২। মাযহাব বিষয়ে এবং ৩। নবীগণের (আ.) কবরে জীবিত থাকা বিষয়ে। এক্ষেত্রে প্রথমেই কথা উঠে ওয়াসীলা প্রসঙ্গে। ডাক্তার জাকির নায়েক এক লেকচারে বলেছিলেন– কুরআন শরীফের ২৫টি আয়াত এমন রয়েছে যেখানে বলা হয়েছে– ওয়াসীলা হারাম। তার সেই লেকচার নিয়েই কথা উঠে। সেই আয়াতগুলো উক্ত লেকচারে তিনি উল্লেখ করেননি। তাই তার কাছে আলেমগণ জানতে চান, সেই আয়াতগুলো কী কী? তখন ডাক্তার জাকির নায়েক ১টি আয়াতের কিছু অংশের অনুবাদ বললে, তারা বলেন, এ আয়াতে তো শাফা‘আতের কথা বলা হয়েছে, ওয়াসীলার কথা নয়। আমরা ওয়াসীলা হারাম হওয়ার ব্যাপারে আয়াত চাচ্ছি। তখন ডাক্তার জাকির নায়েক লা-জাওয়াব হয়ে যান। তিনি সেখানে ওয়াসীলা হারাম হওয়ার প্রমাণে ১টি আয়াতও পেশ করতে পারেননি। অতঃপর পরিস্থিতি সামাল দেয়ার জন্য ডাক্তার জাকির নায়েক বলেন, আপনারা আমাদের আইআরএফের ই- মেইলে এ ব্যাপারে প্রশ্ন পাঠান। আমি উত্তর দেবো। তখন আলেমগণ বললেন, আমরা চার বছর যাবত প্রশ্ন পাঠিয়ে অনেক মেইল করেছি, কিন্তু কোন উত্তর পাইনি। তখন ডাক্তার জাকির নায়েক এ অভিযোগ মেনে নিয়ে বলেন, অনেক মেইল আসে, তাই সবগুলো দেখা সম্ভব ...