Posts

নভেল করোনা ভাইরাস

Image
২০১৯-এনকোভি - যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত   - সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। কতটা ভয়ংকর এই ভাইরাস? শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো নাক দিয়ে পানি পরা, গলা ব্যথা, কাশি এবং জ্বরসহ হালকা লক্ষণ সৃষ্টি করতে পারে এই ভাইরাস। কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে। খুব কম ক্ষেত্রেই এই রোগ মারাত্মক হয়। তবে, এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে। আমার কি মেডিক্যাল মাস্ক পরা উচিত? করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিক্যল মাস্ক সাহায্য করে। তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ বন্ধ করতে যথেষ্ঠ নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রামিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করার সর্বোত্তম উপায়। শিশুরা কি ঝু

মায়ের দোয়াই সন্তানের সফলতার জন্য যথেষ্ট

Image
পৃথিবীর বুকে আমাদের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল ”মা”। যত আবদার যত অ’ভিযোগ সবই মায়ের কাছে। নাড়ী ছেড়া ধন সন্তানের জন্য দশ মাস দশ দিন শুধু নয়, মায়ের সারাটা জীবন উৎস্বর্গ করেও যেন মায়ের তৃপ্তি নেই। কিন্তু সেই মায়ের জন্য কতটুকু করতে পেরেছি আম’রা? বৃদ্ধাশ্রম তো একটা সুসন্তানের মায়ের জায়গা হতে পারে না..! মায়ের দোয়া সন্তানের জন্য কত বড় আর্শীবাদ তা আম’রা অনেকেই হয়ত ভাবি না। মায়ের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে দোয়া অর্জন করে একটা সন্তান তার জীবনটা বদলে নিতে পারে। তেমন কিছু অ’ভিজ্ঞতার কথা শেয়ার করব আপনাদের সাথে ধারাবহিক ভাবে। আব্দুলাহ মাহতাব। একজন সফল ব্যবসায়ী। যার ব্যবসার শুরুটা হয় সতের বছর বয়সে। মায়ের সাথে তার জীবন থেকে নেওয়া অ’ভিজ্ঞতার প্রথম পর্ব শেয়ার করব আজ। খুব ছোট বেলাতেই তার বাবা মা’রা যান। যখন তার মায়ের বয়স মাত্র বাইশ।সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছেন এই মা। ছোট বেলা থেকেই বাবার আদর-স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন তিনি। কিন্তু মা কখনও সে অভাব বুঝতে দেন নি। একটা মানুষ দিনের পর দিন আগলে রেখেছেন পরম মমতায়। দিয়েছেন সততার শিক্ষা। গড়ে তুলেছেন মানুষের মত মানুষ হিসেবে।

বিশ্বকাপ ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করে ম্যাচ সেরা আকবর আলী

Image
প্রথমবারের মত ফাইনালে ওঠে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রতিবেশী দেশ ভারতকে হারিয়ে প্রথম বিশ্বকাপের স্বাদ পাইয়ে ইতিহাস গড়ল আকবর আলীর নেতৃত্বাধীন দল।                                                                              দিনটার জন্যই কি তবে অপেক্ষা ছিল কোটি বাঙালির! হোক না অনূর্ধ্ব-১৯ দল, ট্রফিটা তো বিশ্বকাপের। বাংলাদেশ ইতিহাস গড়েছে। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দলের চাপের মূহুর্তে কিভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় তা দেখিয়েছেন বাংলাদেশের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ী আকবর আলী। দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেখানে আসা যাওয়ার মধ্যে ছিল, সেখানে দলের ব্যাটসম্যানদের অনুপ্রেরণা দিয়ে জিতিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নিজে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। যেখানে ১ ছক্কা ও ৪ চারে ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেন টাইগার কাপ্তান । যেখানে দলকে জিতিয়ে মাঠ থেকে ফিরেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। যার ফলে বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা।

নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব ইরানের প্রত্যাখ্যান

Image
পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে নতুন ‘ট্রাম্প চুক্তি’র প্রস্তাব নাকচ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। প্রেসিডেন্ট ট্রাম্প সমবসময় প্রতিশ্রুতি ভঙ্গ করেন অভিযোগ করে তিনি এই নতুন প্রস্তাবকে অস্বাভাবিক বলে আখ্যায়িত করেন। তেমনি ছয় বিশ্ব শক্তির সাথে স্বাক্ষরিত বিদ্যমান পারমাণবিক চুক্তি এখনো মরে যায়নি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কোনো চুক্তি স্থায়ী হবে কি না সেটি নিয়েও সন্দিহান তিনি। ইরান যাতে পারমাণবিক অস্ত্র বানাতে না পারে সেই লক্ষ্যে বিদ্যমান চুক্তির বদলে ‘নতুন ট্রাম্প চুক্তি’ স্বাক্ষর করতে মঙ্গলবার বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবে সায় দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছেন, ‘ট্রাম্প চুক্তি’ স্বাক্ষরে বরিস জনসনের প্রস্তাবে সম্মত তিনি। প্রেসিডেন্ট রুহানি বলেন, লন্ডনের এই প্রধানমন্ত্রী কী চিন্তা করেন আমি জানি না। তিনি বলছেন, পরমাণু চুক্তি বাদ দিন আর ট্রাম্পের চুক্তি বাস্তবায়ন করুন। আপনা

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে পদযাত্রার ঘোষণা শিয়া নেতা মুখতাদির

Image
ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদর দেশ থেকে মার্কিন বাহিনী বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন। মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে ১০ লাখেরও বেশি মানুষের বিশাল এক পদযাত্রারও ঘোষণা দিয়েছেন এ শিয়া নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে মুক্তাদা আল সদর ওই পদযাত্রার ঘোষণা দেন। ইরাকে মার্কিন সেনা উপস্থিতির তীব্র সমালোচনা করে টুইটারের ওই পোস্টে সদর বলেন, প্রতিদিন দখলকারী সেনাদের মাধ্যমে ইরাকের আকাশ, ভূমি ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। তাদের অযাচিত উপস্থিতির নিন্দা জানাতে দেশবাসীকে একতাবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ওই পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান সদর। তবে ঠিক কবে, কোথায় ওই পদযাত্রা অনুষ্ঠিত হবে, তা নির্দিষ্ট করে জানাননি এ নেতা। এরই মাঝে সদরের পদযাত্রায় অংশ নেয়ার আহ্বানে সাড়া দিয়েছে দেশটির শিয়া গোষ্ঠীগুলো। ইরাকের পার্লামেন্টে বিদেশী সেনা প্রত্যাহারবিষয়ক একটি বিল পাস হওয়ার কয়েক দিনের মধ্যেই সদর এ পদযাত্রার ঘোষণা দিলেন। ইরাকে মার্কিন সেনা উপস্থিতির কট্টর সমালোচক মুক্তাদা আল সদর। সেনা প্রত্যাহার বিষয়ে ইরাকি পার্লামেন্টে পাস হওয়া সাম্প্রতিক বিলকে ‘দুর্বল’ পদক্ষেপ বলে সমালোচনা করেছেন তিনি। বিল পাসের পরপর পা

বাবরি মসজিদ রায়ের আদ্যোপান্ত

Image
আসুন জেনে নেওয়া যাক ১০৪৫ পৃষ্ঠার ওই রায়ের আদ্যোপান্ত। বাবরি মসজিদ : তিন গম্বুজের এই মসজিদ নির্মাণ করেছিলেন মীর বাকি। মসজিদের নামকরণ করা হয়েছিল সম্রাট বাবরের নামে। ১৫২৮ খ্রিস্টাব্দে গঠিত জৌনপুরি ঘরানার এই মসজিদই বিতর্কের কেন্দ্র। মন্দির পক্ষের অনেকের বিশ্বাস ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত যেখানে বাবরি মসজিদ দাঁড়িয়েছিল, ঠিক সেখানেই জন্ম হয়েছিল রামচন্দ্রের। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মসজিদ নির্মিত হয়েছিল অ-ইসলামি এক কাঠামোর উপর।ভারতীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের রাজনীতির একটা বড় অংশ আবর্তিত হয়েছে এই বিতর্ককে কেন্দ্র করেই। তবে এবার সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন ভারতের সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায় দিতে চলেছে। এই অবসরে এক ঝলকে দেখে নেয়া যাক, ঠিক কোন পথে এগিয়েছে এই অতি বিতর্কিত মামলা- ১৫২৮- মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ তৈরি করলেন। ১৮৮৫- ফৈজাবাদ জেলা আদালতে বাবরি মসজিদের বাইরে চাঁদোয় টাঙানোর আবেদন জানালেন মহান্ত রঘুবর দাস। আদালতে আবেদন নাকচ হয়ে যায়। ১৯৪৯- বিতর্কিত ধাঁচার মূল গম্বুজের মধ্যে নিয়ে আসা হল রাম লালার মূর্তি। ১৯৫০-রামলালার মূর্তিগুলির পূজা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): ইরানসহ বিভিন্ন দেশে ইসলামি ঐক্য সপ্তাহ শুরু

Image
কোনো কোনো বর্ণনায় এসেছে, খ্রিস্টীয় ৫৭০ সালের এ দিনে (১২ই রবিউল আউয়াল) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) জন্মগ্রহণ করেন। অবশ্য বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী রাসূল (সা.)’র জন্মদিন ১৭ই রবিউল আউয়াল। মহানবীর জন্মতারিখ কেন্দ্রিক মতপার্থক্যকে দূরে ঠেলে মুসলমানদের মধ্যে ঐক্য জোরদারের লক্ষ্যে ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি (র.) ১২ রবিউল আওয়াল থেকে ১৭ রবিউল আওয়ালকে ইসলামি ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন। গত কয়েক দশক ধরে এই ঐক্য সপ্তাহ শিয়া ও সুন্নি মুসলমানের মধ্যে ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে আসছে। ইরানে এ বছরও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৪ থেকে ১৬ নভ্ম্বের অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন। ৩১তম এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেমরা যোগ দেবেন। সম্মেলন উদ্বোধন করবেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।